সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান সীমান্তে ফের শুরু হচ্ছে ভারতের ‘বিটিং রিট্রিট’

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
গত ২২ এপ্রিল ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। সেই উত্তেজনার এক পর্যায়ে গত ৭ মে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামে বিমান হামলা চালায় ভারত। এর মধ্যদিয়ে দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা শুরু হয়।
পরদিন ৮ মে থেকে সীমান্তে বিটিং রিট্রিট অনুষ্ঠান বন্ধ করে দেয় ভারত। সেই সঙ্গে বন্ধ করা হয় পাক রেঞ্জার্সের সঙ্গে বিএসএফের করমর্দনের আনুষ্ঠানিকতাও। তবে প্রতিদিন সন্ধ্যায় বিএসএফের পতাকা নামানোর অনুষ্ঠান চালু ছিল।
চারদিনের তীব্র হামলা পাল্টা হামলার পর গত ১০ মে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। জিনিউজের প্রতিবেদন মতে, সীমান্ত পরিস্থিতি এখন অনেকটাই উন্নতি হয়েছে।