দলীয় শৃঙ্খলা ভঙ্গ, কলাপাড়া শ্রমিক দল নেতা সোহেল দেওয়ানকে বহিষ্কার
- আপডেট সময় : ১০:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র বিরোধী কাজে লিপ্ত থাকায় কলাপাড়া উপজেলার শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সোহেল দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৩জুন) পটুয়াখালী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহিদুল রহমান খান বাবু এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নির্দেশক্রমে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দলীয় পদ-পদবি ব্যবহার করে দলের নীতি ও আদর্শের পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ড সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা দিন কলাপাড়া উপজেলার বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে সোমবার (২৩জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চূন্নু বলেন, সোহেল দেওয়ানের সঙ্গে দলের আর কোন সম্পর্ক নেই। তার অপকর্মের দায় দল নিবে না। আজকের পর থেকে তিনি কোন অনৈতিক কর্মকান্ড কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









