ইসফাহানে পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলা, ব্যাপক বিস্ফোরণ

- আপডেট সময় : ১২:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
২০০৫ সালে ইরানের ইসফাহানের পারমাণবিক স্থাপনায় প্রতিরক্ষামূলক পোশাক পরা একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তা। ফাইল ছবি: এপি
ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরাইল। শনিবার (২১ জুন) ভোরে ইসরাইলের যুদ্ধবিমান পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বোমাবর্ষণ করে। এতে ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে ওই এলাকা।
ইরানি কর্মকর্তাদে বরাত দিয়ে শনিবার (২১ জুন) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলায় কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে (লিকেজ) পড়েনি। এ ঘটনায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।
ইরানের ফারস সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনা ইসরাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে কোনো বিপজ্জনক পদার্থের ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়নি। বর্তমান যুদ্ধের সময় ইসরাইলের পারমাণবিক স্থাপনাটিতে আগেও হামলা করেছিল।
এর আগে ফারস সংবাদ সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসফাহান শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, রাতভর ইসরাইলে ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র হামলার ভোরের দিকে ইসরাইলি বাহিনী পাল্টা হামলা শুরু করে। ইসফাহান পারমাণবিক স্থাপনাটি ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু বলে আইডিএফ জানিয়েছে।
এদিকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) বিমান ও ড্রোন ইউনিটের প্রধানকে হত্যার করেছে ইসরাইল। প্রায় এক সপ্তাহ আগে তার পূর্বসূরিকেও হত্যা করেছিল ইসরাইল।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, নিহত এই কমান্ডার ইসরাইলের বিরুদ্ধে শত শত ড্রোন হামলার নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছিলেন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান (ইউএভি) ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে।