কলাপাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

- আপডেট সময় : ০৭:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গতকাল রবিবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের বাসিন্দা মো. নাসির ফকিরের বাড়িতে ঘটেছে। জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোসা.রিনা বেগম বলেন,রাত আনুমানিক আড়াইটার দিকে মুখোশ পরিহিত ৭ জনের একটি দল তাদের ঘরে প্রবেশ করে। এরপর একে একে অস্ত্রের মুখে পরিবারের সকলকে একটা রুমে জিম্মি করে। এসময় অনেকের হাত ও মুখে বেঁধে ফেলে তারা। তারপর প্রতিটি রুমের আসবাব ও বিছানা পত্র ওলট-পালট করে ঘরে থাকা নগদ ৫১ হাজার টাকা,কানের ঝুমকা,হাতের আংঠী,কানের তারা, ৪ টি মোবাইল ফোন অন্যান্য প্রয়োজনীয় মালাম নিয়ে যায়।
এবিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন,জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ভূক্তোভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেয়াহয়েছে। সেখানে তাদের খোয়াযাওয়া মালামালের সাথে ৪ টি মোবাইল ফোনের কথা উল্লেখ রয়েছে। ট্রাকিংয়ের মাধ্যমে ফোনগুলো উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। ফোনগুলো উদ্ধার হলেই প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে।