ঢাকার নবাবগঞ্জে সাবেক এমপি ও মহিলা লীগ নেত্রী তুহিন গ্রেফতার

- আপডেট সময় : ০১:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
ঢাকা ১৪ সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিনকে নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের আওনা এলাকায় তার নানী বাড়ি থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে তুহিনের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় যুব মহিলা লীগের কর্মীরা ছুটে এসে তুহিনের চারিপাশ ঘীরে রেখে জয়বাংলা শ্লোগান দিতে থাকে।
তবে পুলিশের শক্ত অবস্থানের কারনে তেমন কোন অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি।
ডিবি পুলিশ নারীদেরকে সরিয়ে মহিলা লীগ নেত্রী তুহিনকে নিয়ে চলে যায়।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাবিনা আক্তার তুহিনকে ডিবি নিয়ে গেছে। এর আগে এসে ডিবি তাদের সহযোগিতা চাইলে তারা সাথে থেকে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে স্পষ্ট কিছু বলেনি তিনি।
আওয়ামী মহিলা লীগের আগে তিনি যুব মহিলা লীগের হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শক্ত অবস্থানে ছিলেন । সোশাল মিডিয়ায় ছিল তার সরব উপস্থিতি।
তবে ৫ আগষ্টের পর গা ঢাকা দিয়েছিল এই নেত্রী।