মির্জাগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ১৪টি অটোরিক্সা বিতরণ

- আপডেট সময় : ০৪:১৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্প-এর আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ১৪টি অটোরিক্সা বিতরণ করা হয়েছে। আজ বুধবার(১১জুন) বিকেলে উপজেলা পরিষদ মাঠে ফাউন্ডেশনের আয়োজনে এই অটোরিকশা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাসির উদ্দিন জাহাঙ্গীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায় পরিবারের হাতে অটো রিক্সা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান,জেলা সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়সারী,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নু,যুগ্ন-সম্পাদক মোঃ হারুন-অর- রশিদ মুন্সী,উপজেলা আমীর ও জেলা মজলিশে সূরা সদস্য মাওলানা মুহাম্মাদ সিরাজুল হক প্রমূখ। বক্তব্যে বলেন, “এই ধরণের উদ্যোগ সমাজে কর্মসংস্থান ও স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজ সেবা মূলক নানা কর্মসূচি অব্যাহত থাকবে।”