ঘূর্ণিঝড়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় আগাম সাড়া দান কর্মসূচির মাঠ মহড়া
- আপডেট সময় : ০৯:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় করনীয় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেষ বিকালে উপজেলা প্রশাসনের মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় মহড়ার মাধ্যমে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর কীভাবে দ্রুত ও সঠিকভাবে সাড়া দেওয়া উচিত, তা নাট্যরূপে উপস্থাপন করা হয় এই মহড়ায়। স্থানীয় বাসিন্দারা সরাসরি অংশগ্রহণ করে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এর সভাপতিত্বে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির অতিরিক্ত সচিব ও পরিচালক আহমাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারী সংস্থা কর্ডএইডের প্রজেক্ট ম্যানেজার আবু নাঈম ও কলাপাড়া উপজেলা সিপিপির সহকারী পরিচালক আছাদুজ্জামান খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত রহমান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু,কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি শাহ আলম খান।
এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সচেতন মূলক মাঠ মহড়া দেখতে আসা এলাকাবাসী বলেন, এমন মহড়া আয়োজন করায় কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। তারা আরো বলেন, এই মাঠ মহড়ার মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় করনীয় অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি। তারা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে করনীয় বিষয়গুলো তুলে ধরেছে। আমরা চাই প্রতি বছর এমন মাঠ মহড়ার আয়োজন করা হোক।
অনুষ্ঠান শেষে সচেতন মূলক মাঠ মহড়ায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।