সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় দুই সন্তানের জননীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ০২:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামের গৃহবধূ ফিরোজা বেগমের (৪৮) গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের মো. খলিল খানের স্ত্রী।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত দশটার দিকে নিজ বাড়ি থেকে কলাপাড়া থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ফিরোজা বেগমের স্বামী ঢাকায় থাকেন। তাদের দুই সন্তান রয়েছে, তারাও বাড়ির বাইরে অবস্থান করেন। ফিরোজা বেগম একা বাড়িতে থাকতেন। গোটা বিষয়টি রহস্যময়।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।