জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির কোরাল

- আপডেট সময় : ১১:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় ১৫ কেজি ওজনের একটি কোরাল মাছের দাম ১৯ হাজার ৭’শত ২০ টাকা। বৃহস্পতিবার বিকালে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া এলাকার আন্দামানিক নদীতে জেলে গোলাম রহমান মিলন পাহলানের ঝাকি জালে ধরা পড়ে মাছটি।
পরে মাছটি ১৯ হাজার ৭’শত ২০ টাকায় কিনে নেয় কলাপাড়া পৌর শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা কুয়েত প্রবাসী মুজিবুর রহমান সাহা।
গোলাম রহমান মিলন পাহলান জানান,আজ ঝাঁকি জল নিয়ে আন্দরমানিক নদীতে মাছ ধরতে যাই। মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ আমার জালে এই কোরাল মাছটি ধরা পড়ে। সচারচার এত বড় মাছ জালে ধরা পড়ে না। মাছটি ওজন ১৫ কেজি ৬’শ গ্রাম। ১হাজার ২’শত টাকা কেজি দরে ১৯ হাজার ৭’শত ২০ টাকায় আমার ভাই মুজিবুর রহমানের কাছে বিক্রি করেছি।
কুয়েত প্রবাসী মুজিবুর রহমান জানান, অনেকদিন এত বড় কোরাল মাছ দেখলাম। তাই শখের বসে পরিবারের জন্য মাছটি কিনে নিয়েছি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি ৫৮ দিনের নিষেধাজ্ঞার ইতিবাচক ফল। নিষেধাজ্ঞা মেনে চলায় মাছের প্রজনন বেড়েছে। এর ধারাবাহিকতায় আরও বড় বড় মাছ নদীতে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।