ডা.জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি।

- আপডেট সময় : ০৫:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও সুনামধন্য চিকিৎসক,বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ।
বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পৌরসভার বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরে উপজেলা দলীয় কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু,উপজেলা মহিলা দলের সভানেত্রী মঞ্জুরী মোর্শেদা, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, পৌর যুবদলের আহবায়ক মইনুদ্দিন লিপন, সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।