সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
ছিনতাইয়ের টাকায় প্যান্ট-শার্ট কেনেন তারা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়ার শাজাহানপুরে এনজিওকর্মীকে ছুরিকাঘাতের পর ৯৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৬ জুন মিথ্যা পরিচয়ে কিস্তির টাকা দেয়ার কথা বলে আশা এনজিওর এক কর্মীকে ডেকে নেয় সাব্বির ও তার সহযোগীরা৷ পরে ওই এনজিওকর্মীকে ছুরিকাঘাতের পর ৯৪ হাজার টাকা ছিনতাই করে তারা। পরদিন ১৭ জুন মামলা করলে রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘গ্রেফতার তিনজনকে আজ বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মমিন নামের আরও এক আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।’