সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
১৩৬ পরিবার পেলো পশুপালনের ঘর ও হাঁস-মুরগির বাচ্চা: কর্মসংস্থানে ব্র্যাকের উদ্ভাবনী উদ্যোগ*

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
গ্রামীণ অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে হাঁস-মুরগি, গরু ও ছাগল পালনের ওপর ১৩৭ জন উপকারভোগীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে ১৩৬টি পরিবার পরীক্ষায় উত্তীর্ণ হলে, তাদের জন্য গবাদি পশুপালন উপযোগী ঘর নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়।
লাইভস্টক অফিসার কর্তৃক নির্ধারিত ঘরের ধরন অনুসারে ঘরগুলো নির্মিত হয়েছে। এ উদ্যোগ জাতীয় অভিযোজন পরিকল্পনা (National Adaptation Plan), PRSP এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (8th Five Year Plan) অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
পর্যায়ক্রমে ১৩৬টি পরিবারকে:
- একটি করে ছাগলের ঘর
- ঘরের ম্যাট
- ১০টি হাইব্রিড মুরগির বাচ্চা
- ১০টি হাঁসের বাচ্চা
বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
- ইয়াসিন সাদেক, সহকারী কমিশনার (ভূমি), কলাপাড়া উপজেলা
- মোঃ কামাল হোসেন, প্রজেক্ট ম্যানেজার, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম
উপস্থিত কর্মকর্তারা বলেন, এই কার্যক্রম উপকারভোগী পরিবারের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তারা এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।