গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র-যমুনার ভাঙনে বিলীন ১৫টি গ্রাম, বাস্তুহারা প্রায় ২০ হাজার মানুষ

- আপডেট সময় : ০১:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
গাইবান্ধার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার ভাঙনে বিলীন হতে চলেছে ১৫টি গ্রাম। সেই সাথে বাস্তুহারা প্রায় ২০ হাজার মানুষ। এসব নদীভাঙনে জেলা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার ২৮টি ইউনিয়নের ১৩৪টি চর এবং গ্রামের প্রায় ৩০হাজার হেক্টর আবাদি জমিও নদী গর্ভে বিলীন হয়েছে। স্থানান্তরিত হয়েছে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি বিভিন্ন অবকাঠামো। প্রতিনিয়ত স্থায়ী চরগুলো নদীভাঙনের কবলে পড়লেও প্রতিরোধ পদক্ষেপ না থাকায় উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় পার করছেন চরের হাজারো পরিবারের মানুষ।
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের কালুরপাড়া, কুমারপাড়া, পাতিলবাড়ি, ঘুয়াবাড়ি গ্রামের অস্তিত্ব আর নেই। এই চরের গ্রামগুলোতে শতশত পরিবারের বসবাস থাকলেও এখন জনবসতিহীন হয়ে বালুর চর আর নদীতে পরিনত হয়েছে। ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল, চকপাড়া, নইকারচরেও ঠিকানাও এখন যমুনাতে।
হলদিয়া ইউনিয়নের পাতিলবাড়ির নাম কাগজে কলমে থাকলেও এই গ্রামের মানুষজনের বসতির কোন চিহ্ন এখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
কালুরপাড়া গ্রামও নদীগর্ভে যাওয়ার অন্ততপক্ষে ১৫শ’ পরিবারের নিজ গ্রামের ঠিকানা আর নেই।
ফুলছড়ি উপজেলার গাবগাছি, টেংরাকান্দি, পিগুলিয়া, পারুল, ফজলুপুর, খাটিয়ামারী, নিশ্চিতপুর গ্রামের পুরোপুরি এখন নদীর মধ্যে। এরেন্ডারবাড়ি ইউনিয়নে মৌলভির চরের অস্তিত্বও এখন শেষ পর্যায়ে।
সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানি, কুন্দেরপাড়া, গুপ্তমনি, মোল্লারচ, ছেরিমারার চরের মানুষজন নিজ গ্রাম থেকে বিভিন্ন চর ও বাঁধের উপর অস্থায়ীভাবে আশ্রয় নিয়ে বসবাস করছে।
সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, বেলকা, কাপাসিয়া ও চন্ডিপুরের ৬টি গ্রাম নদীভাঙনের কবলে পড়ে প্রায় ২হাজার পরিবারের বসতভিটা এখন নদীগর্ভে।
সদর উপজেলার কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের সাথে কথা বললে তিনি জানান, চরের গ্রামগুলো রক্ষায় সরকারের কোন পদদেক্ষ না থাকায় প্রতিনিয়ত নদীভাঙনে হাজার হাজার পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে।
অপরদিকে, চরাঞ্চলগুলোতে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের কোন পরিকল্পনা নেই বলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের অফিস সূত্রে জানা গেছে।