বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:১৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এবং ১৬২ বিএসএফ-এর কমান্ডিং অফিসারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম পিএসসি এবং প্রতিপক্ষ ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী প্রভাত কুমার সিং।
উক্ত বৈঠক এ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয় উক্ত ব্যক্তি বাংলাদেশী নাগরিক নয়। প্রত্যুত্তরে বিএসএফ কর্তৃক উক্ত ব্যক্তিকে বাংলাদেশী নাগরিক হিসেবে প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিক্রমে বিএসএফ কর্তৃক সীমান্ত পিলার ৯৬২/এমপি এর নিকট দিয়ে উক্ত ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিজিবি টহলদল পুশইন রোধে উক্ত সীমান্ত এলাকায় কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন।