ইপিজেড বাস্তবায়নেরদাবীতে মহাসড়ক অবরোধ

- আপডেট সময় : ০৯:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২১ বার পড়া হয়েছে
রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুত বাস্তবায়নের দাবীতে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রেখেছিল সাধারণ জনতা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় ৬টা পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কের থানা মোড় চারমাথা অবরোধ করে রাখে ছাত্র জনতা।
গোবিন্দগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে আজ বিকেল ৪টা থেকে মানববন্ধনের ডাক দেওয়া হয়। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল থানা মোড় চারমাথায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মাকসুদ রহমান, অয়ন সুলতান, এমএ মতিন মোল্লা, খন্দকার জাহাঙ্গীর আলম ডাবলু সহ প্রায় শতাধিক ছাত্র জনতা। দীর্ঘ অবরোধে থানা মোড় চারমাথার প্রতিটি রাস্তায় বিপুল সংখ্যক যানবাহন আটকে পরে। অবরোধ থেকে কথিত ভূমি উদ্ধার কমিটির নেতা স্বপন শেখ কে গ্রেফতারের দাবী জানানো হয় এবং ইপিজেড বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের আশ্বাসের জন্য অপেক্ষা করা হয়।
মহাসড়কে অবরোধ দীর্ঘায়িত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম, সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসে উপস্থিত হয়। পরে তাদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।