সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুনায়েদ (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন। চলতি মাসের ৪ জুন তার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালত জেলা কারাগারে পাঠায়।
মঙ্গলবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন।