আমরা কলাপাড়াবাসীর উদ্যোগে ফল উৎসব

- আপডেট সময় : ০৬:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
“দেশীয় ফলের স্বাদে, উৎসবে মাতি সবার সাথে” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় পৌর কলাপাড়া অডিটরিযামে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর উদ্যোগে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় আমরা কলাপাড়া বাসীর সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার , কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম শাহিন, কলাপাড়া পৌর শহর সমবায় সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল খান কাবুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মৃধা, কলাপাড়া টেলিভিশনের সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রয়েল, রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ইমরান ফরাজীসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফাজামান সুজন।
অনুষ্ঠান শুরুতেই কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ রাওফিন রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম বলেন, আমাদের সু-স্বাস্থ্যের জন্য বাহিরের খাবার পরিহার করে আমাদের দেশীয় মৌসুমী ফল খাবেন তাহলে আমাদের স্বাস্থ্যের উন্নতি হবে। একটি জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়ানোর জন্য সুস্বাস্থ্যের কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, আমাদের প্রয়োজনীয় ভিটামিন মিটানোর জন্য উপজেলা পরিষদসহ সকল সরকারি অফিসের ছাদে ছাদ বাগান করবো এই পরিকল্পনা হাতে নিয়েছি। এতে সাধারণ মানুষ উৎসাহিত হয় তাদের বাসা বাড়িতে ছাদ বাগান করবে। তাদের প্রয়োজনীয় ভিটামিন মিটাবে।
###