কলাপাড়ায় কর্ড এইডের লার্ণিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কর্ড এইডের ‘লার্ণিং শেয়ারিং’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ পায়রায় এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কর্ড এইড।
ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় অঞ্চলে পূর্বাভাস ভিত্তিক প্রাথমিক ক্রিয়াকলাপকে শক্তিশালী করা (স্টেপ) নামে আন্তর্জাতিক এ উন্নয়ন সংস্থা কর্ড এইডের একটি প্রকল্প রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া এবং বালিয়াতলী ইউনিয়নে দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে স্থানীয় জানসাধারণকে সচেতন করাসহ নানাবিধ সহায়তা করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসীন উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) মো. দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কনট্রেলা ফেইমের (এসিএফ) কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর শেখ মু. মহিউদ্দিন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কর্ড এইডের প্রোগ্রাম ম্যানেজার (কোস্টাল রিজিয়ন) অরুন কুমার গাঙ্গুলী, কর্ড এইডের প্রোগ্রাম অ্যাডভাইজার মো. মাহে আলম।
অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কর্ড এইডের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন কর্ড এইডের ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় অঞ্চলে পূর্বাভাস ভিত্তিক প্রাথমিক ক্রিয়াকলাপকে শক্তিশালী করা (স্টেপ) প্রকল্পের ব্যবস্থাপক মো. আবু নাইম।
এ কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।