কলাপাড়ায় উদ্ধারকৃত দেশী প্রজাতির ১০টি তিলা ঘুঘু অবমুক্ত

- আপডেট সময় : ০৩:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
পটুয়াখালী কলাপাড়া পৌর শহরের একটি বাড়ি থেকে উদ্ধারকৃত দেশী প্রজাতির ১০ টি তিলা ঘুঘু অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক তার কার্যালয়ের সামনে বসে এসব ঘুঘু অবমুক্ত করে। এ সময় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য বায়জিদ মুন্সী, মাসুদ হাসান, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি কবির তালুকদার ও ইনডিপেনডেন্ট টেলিভিশন’র জেলা প্রতিনিধি (পায়রা বন্দর-কুয়াকাটা) মো: ফরিদ উদ্দিন বিপু উপস্থিত ছিলেন। এর আগে তারা গত শুক্রবার একটি বাড়ি থেকে খাঁচায় বন্দি অবস্থায় এসব ঘুঘু উদ্ধার করে পরে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এ বিষয়ে কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, আজ আমরাএনিমেল লাভারস অফ পটুয়াখালীর সহযোগিতায় দশটি তিলা ঘুঘু অবমুক্ত করি। বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ এর তফসির অনুসারী ঘুঘু ধরা, বেচাকেনা ও হস্তান্তর সম্পূর্ন অবৈধ। যদি কেউ এ আইন অমান্য করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে। ইনশাআল্লাহ আমাদের এই অভিযান ভবিষ্যৎ অব্যাহত থাকবে।
একাধিক পরিবেশবিদরা জানান ,বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই এসব বন্যপ্রাণীদের রক্ষা করা আমাদের দায়িত্ব। এজন্য দরকার আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা ও সভা সেমিনারের এসব প্রাণীদের উপকারিতা তুলে ধরার মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। তাহলে আমরা সুন্দর বাসযোগ্য পৃথিবী দিতে উপহার পারবো। ভ্রাম্যমান আদালতের বন্যপ্রাণী বাঁচাতে এই অভিযানকে স্বাগত জানাই।