গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূরকে অবরুদ্ধ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

- আপডেট সময় : ১০:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখা, দলীয় নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।
সোমবার (১৬ জুন) দুপুর ২টায় মহিপুর থানা শাখার উদ্যোগে কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে গণ অধিকার পরিষদ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর। এছাড়াও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মো. বশির খান, যুব অধিকার পরিষদ মহিপুর থানা শাখার সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মোয়াজ্জেম মুসল্লি, ছাত্র অধিকার পরিষদের নেতা এস.এম. ইমরান আল-আব্দুল্লাহ, মো. মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘গণতন্ত্র ও মতপ্রকাশের অধিকার রক্ষায় কাজ করা একটি সংগঠনের কেন্দ্রীয় নেতার ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। গলাচিপায় বিএনপির লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গণ অধিকার পরিষদের কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।’
তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।