দুর্নীতির মামলায় যবিপ্রবির সাবেক উপাচার্য আব্দুস সাত্তার কারাগারে

- আপডেট সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার। সংগৃহীত ছবি
দুর্নীতির মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৬ জুন) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এই আদেশ দেন।
মামলার ধার্য দিনে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, সরকারি ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা আত্মসাৎ এবং অবৈধ নিয়োগের অভিযোগে ২০২৩ সালের ২১ আগস্ট ড. আব্দুস সাত্তার, যবিপ্রবির উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রউফ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. কামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি করেন যশোর দুদকের তৎকালীন উপ-পরিচালক আল-আমিন।
মামলার তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে বলা হয়, ২০০৯ সালের একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে আবেদন করেন আব্দুর রউফ। অথচ অভিজ্ঞতার শর্ত পূরণ না করেও তৎকালীন উপাচার্য ড. আব্দুস সাত্তারের নেতৃত্বাধীন বাছাই বোর্ড তাকে প্রথমে ওই পদে, পরে সেকশন অফিসার পদে নিয়োগের সুপারিশ করে।
পরে রিজেন্ট বোর্ডের সভাপতি হিসেবে ড. সাত্তার উন্মুক্ত বিজ্ঞপ্তি ছাড়াই তাকে চূড়ান্তভাবে নিয়োগ দেন। পরে বিভিন্ন সুবিধা নিয়ে আব্দুর রউফ ধাপে ধাপে উপ-পরিচালক পদে পৌঁছান। ২০০৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত বেতন-ভাতা বাবদ আত্মসাৎ করেন ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা।
এ মামলায় ড. আব্দুস সাত্তার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, মামলার অপর দুই আসামি আব্দুর রউফ ও ড. কামাল উদ্দিন বর্তমানে জামিনে রয়েছেন।