কলাপাড়ায় মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলার দায়ে দুই যুবককে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত

- আপডেট সময় : ১১:০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলার দায়ে দুই যুবককে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৫জুন ) রাত সাড়ে ১১ টায় রজপাড়া সিক্সলেন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এ আদালত পরিচালনা করেন।
এ সময় গভীর রাতে মদ্যপ অবস্থায় মাতলামি করে জনগণের শান্তি শৃংখলা বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেহেদী হাসান (২০), নাজমুস সাকিব (২৫) নামের দুই যুবককে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫’শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। দণ্ডপ্রাপ্তরা হলেন রাজাপাড়ার বাসিন্দা।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আমাদের সমাজে মাদকের আগ্রাসন দিন দিন বেড়েই চলছে। মাদকের ছোবলে ধ্বংসের সম্মুখীন হচ্ছে সকল শ্রেণীর পেশার মানুষ। এ অপরাধীর দমন করতে প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখতে হবে। তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা যাবে।
সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, রজপাড়া সিক্সলেন এলাকায় অ্যালকোহল সেবন করে মাতলামি করে জনগণের শান্তি শৃংখলা বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারানুসারে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫’শত টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সবার সহযোগিতায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।