লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮ জুয়াড়ি আটক।

- আপডেট সময় : ০৫:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৮ জোয়াড়িকে আটক করেছে যৌথবাহিনি।
রবিবার (১৫জুন) সকালে তাদেরকে আদালতের প্রেরণ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করছেন লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান।
আটকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের বদরুলের ছেলে রকি খান (২৫), আইয়ুব আলীর ছেলে সজীব ইসলাম (২২), ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (১৫), অমিত বেপারীর ছেলে সুখ চাঁদ বেপারী (২৬), আলম চানের ছেলে সবুজ (২৫), আক্কাসের ছেলে সালাম (৪০), ছবির শেখের ছেলে রাজন শেখ (১৭) ও জোতদৈবকি গ্রামের খালেক মোল্লার ছেলে জাকির মোল্লা (২০)।
লালপুর থানা সূত্রে জানাযায় শনিবার (১৪জুন) রাত সাড়ে ১১ টার দিকে দক্ষিণ লালপুর বাঙ্গালপাড়া এলাকায় যৌথ বাহিনী একটি অভিযান চালিয়ে জোয়ার আসর থেকে ৮জোয়াড়িকে আটক করে। এ সময় তাদের কাছে থেকে নগদ ২৯ হাজার ৭৪০ টাকা উদ্ধার করে রাতেই তাদেরকে লালপুর থানায় হস্তান্তর করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা হয়েছে। রবিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।