বাস না পেয়ে ট্রাক-পিকআপে ঢাকায় ফিরছে মানুষ।

- আপডেট সময় : ০২:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ ঈদের আনন্দ কাটিয়ে আবার ফিরছে কর্মস্থলে। কিন্তু নিম্ন আয়ের মানুষের এই যাত্রা যেন যন্ত্রণাদায়ক হয়ে পড়েছে।বাসভাড়া বেশি, টিকিট মিলছে না, তাই জীবনের ঝুঁকি নিয়ে গভীর রাতেও মালবাহী ট্রাক, পিকআপে ঠাসাঠাসি করে কর্মস্থলে ফিরছে শিশুসহ নারী ও অনেক বৃদ্ধরা।
শনিবার গভীর রাতে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, কর্মস্থলে ফেরার তাগিদে বাস কাউন্টারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। কেউ কেউ কাঙ্ক্ষিত টিকিট পেলেও পিকআপ বা ট্রাকে করে রওনা হচ্ছেন কম ভাড়ার আশায়। ঝুঁকিপূর্ণ এই বাহনকেই ভরসা করছেন তারা। প্রচণ্ড গরমেও গাদাগাদি করে উঠছেন এসব বাহনে।
অনেকেই জানান, ঈদের ছুটিতে গ্রামে এলেও ফেরার টিকিট পাননি।
রোববার সকালে তাদের ডিউটি, তাই ৩-৪শ টাকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। ঈদে বাড়ি এসে সব টাকা শেষ। কোনোভাবে কর্মস্থলে ফিরলেই হবে।
এদিকে টিকিট কাউন্টারগুলোতেও চলছে নানা বিড়ম্বনা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও টিকিট পাচ্ছেন না। কেউ কেউ বাইরে থেকে এক থেকে দেড় হাজার টাকায় টিকিট কিনে রওনা হচ্ছেন।
গাইবান্ধা আন্তঃজেলা বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গাইবান্ধা-ঢাকা রুটে ১৫০টি যাত্রীবাহী বাস ও ৫০টি লোকাল বাস চলাচল করছে। ঈদ উপলক্ষে জেলার অভ্যন্তরে তিন শতাধিক বাস প্রবেশ করেছে। এর বাইরেও শত শত মানুষ পিকআপ-ট্রাকে গাদাগাদি করে গন্তব্যে পাড়ি দিচ্ছে।