কলাপাড়ায় গাজা সেবনের অপরাধে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।।

- আপডেট সময় : ০১:৪৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় গাজা সেবন ও ক্রয়ের অপরাধে তিন ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪জুন ) রাত ১১ টায় পৌর শহরের নাচনা পাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক এ আদালত পরিচালনা করেন।
এ সময় গাজা সেবন ও ক্রয়ের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সুকুমার সরদার (৪৫), মো: সিরাজ খা (৫৫),সমীর মিস্ত্রী (২৩) নামের তিন ব্যক্তিকে ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা স্বস্তি প্রকাশ করে এই অভিযানকে স্বাগত জানিয়ে তারা বলেন, গাজা সেবনকারীরা যুব সমাজ ধ্বংস করে দিচ্ছি। সমাজ থেকে এরকম অপরাধীর দমন করতে হলে ভ্রাম্যমান আদালতের অভিযানের বিপল্প নেই। এই অভিযান অব্যাহত রাখার আহ্বান জানায়।
সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন,নাচনাপাড়া এলাকায় ৩ ব্যক্তিকে গাজা সেবন ও ক্রয়ের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ও ৪২(১) ধারায় ৩ ব্যক্তিকে ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।