একটি দলের সাথে আলোচনায় নির্বাচনী সময় নির্ধারণ অশনি সংকেত।

- আপডেট সময় : ১০:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
নির্বাচনের সময় নির্ধারণে এক দলীয় আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকে ‘অশনি সংকেত’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
শুক্রবার (১৩ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর ঘোষিত নির্বাচনী তারিখের প্রতিক্রিয়ায় একথা বলেন আদীব।
তিনি বলেন, শহিদ পরিবারের সাথে আলাপ করে, জনগণের মতামত বিবেচনা করে নির্বাচনের সময় ঘোষণা করা উচিত ছিল। শুধু একটি দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া গণতন্ত্রের জন্য অশনি সংকেত।
এর আগে, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নতুন তারিখের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
আরিফুল ইসলাম আদীবের মতে, যে দেশে লাখো শহিদের রক্তে গণতন্ত্র এসেছে, সেখানে শহিদ পরিবারের মতামত ও সম্মান বিবেচনায় নেয়া উচিত ছিল। নির্বাচনকে জাতিগত ঐক্যের প্রতিফলন বানানো দরকার, একদলীয় সমঝোতার প্রতিচ্ছবি নয়।