বিজিবি কর্তৃক প্রায় ৩লক্ষ ৬১হাজার ৬শত টাকা মূল্যের মাদকসহ ২টি মোটর সাইকেল আটক।

- আপডেট সময় : ০৭:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
লালমনিরহাটের সীমান্ত হতে ১৫ বিজিবি কর্তৃক প্রায় ৩লক্ষ ৬১হাজার ৬শত টাকা মূল্যের মাদকসহ ২টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) লালমনিরহাট ব্যাটালিয়ন এর অধীনস্থ গংগারহাট, বালারহাট ও ঝাউরানী বিওপি’র টহলদল কর্তৃক টহল কার্যক্রম পরিচালার সময় ভারত হতে চোরাই পথে মাদক ব্যবসায়ীদের মাধ্যমে আগত ১২১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ ২টি মোটর সাইকেল ডিসকভার (১২৫ সিসি) ১টি ও টিভিএস মেট্রো প্লাস (১১০ সিসি) ১টি এবং ১৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে, যার আনুমানিক মূল্য ৩লক্ষ ৬১হাজার ৬শত টাকা। বর্তমান সময়ে সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারী বৃদ্ধি ও টহল কার্যক্রম বেগবান করছে।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম পিএসসি উক্ত ভারতীয় গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধসহ যেকোন ধরনের অবৈধ পারাপার বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
