গলাচিপায় ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন

- আপডেট সময় : ১২:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপা উপজেলাধীন চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নে বৃহস্পতিবার রাতে সংঘটিত সংঘর্ষ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদ এর মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। উভয় পক্ষের যুগপৎ কর্মসূচীর ঘোষণার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা দেয়ায় গলাচিপা পৌরসভা ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার ১৪৪ ধারার আদেশে উল্লেখ করেন, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভা ও এর আশেপাশের এলাকায় ১৩ জুন সকাল ০৮ টা থেকে ১৫ জুন সকাল ০৮ টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারী করা হল। এই সময়ের মধ্যে উল্লিখিত এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজামায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ০৫ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হল। উল্লিখিত আদেশ লংঘনকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক লাইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে বৃহস্পতিবারের হামলার ঘটনায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জরুরী সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশের আহবান করেন নুরুল হক নুরু। তবে এ ব্যাপারে নুরুল হক নুরুল বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কারন তার ফোন বন্ধ পাওয়া গেছে।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মো. রবিউল হাসান জানান, প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করার কারনে বিক্ষোভ সমাবেশ বাতিল করা হয়েছে। সাংবাদিক সম্মেলন বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।