গলাচিপায় ভিপি নূর অবরুদ্ধ,মোটর সাইকেল ভাংচুরের অভিযোগ

- আপডেট সময় : ০১:৫৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
গন অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরকে তার নিজ নিবাচনি এলাকা পটুয়াখালীর গলাচিপায় পথরোধ করে রেখেছে বলে দাবী করেছেন তিনি। নূরের ভেরিফাইড ফেজবুকে রাত এগারোটার দিকে দেয়া একটি স্ট্যাটাসে তিনি দাবী করেন গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি,রড,রামদা নিয়ে আমাদের পথ রোধ করেছে। স্থানীয় কয়েকজনকে মারধর করে দুটি মোটর সাইকেলও ভাংচুর করেছে।
এর তিন ঘন্টা আগে দেয়া অপর এক স্ট্যাটাসে তিনি দাবী করেন তার নিজ বাড়ি চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাসের নেতৃত্বে তাদের নেতাকমীদের উপর হামলা করা হয়। গণঅভ্যুণ্থান পরবতী বিএনপি থেকে আমাদের প্রাপ্তী ও উপহার।
এদিকে সাংবাদিকদের নূর জানান,বিষয়টি তিনি পুলিশ সুপারসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতনদের জানিয়েছেন। তারা আসলে তিনি বকুল বাড়িয়া থেকে গলাচিপা যাবেন।
এদিকে চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মজিবর রহমানের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতারা ইউনিয়ন বিএনপির অফিসে হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য হাসান মামুন। তিনি বকুল বাড়িয়ায় অবরুদ্ধ ভিপি নুরকে উদ্ধারে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আবহান জানিয়েছেন। ১ঘন্টা আগে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আহবান জানান।