জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ

- আপডেট সময় : ০৫:০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে আশানুরুপ রুপালি ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। দীর্ঘ ৫৮ দিন পর ডিঙ্গি নৌকা ও ছোট ট্রলার নিয়ে সাগরে যাওয়া অনেকেই ফিরেছেন কাংখিত মাছ নিয়ে।
এতে উচ্ছসিত জেলেরা। তবে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া অধিকাংশ ট্রলার এখনো ফিরেনি তীরে। আবহাওয়া অনুকুলে থাকলে এসব জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার পড়ার আশা করছে মৎস্য বিভাগ।
এবারই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। উপকূলের ৫৮ দিন মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন সুষ্ঠ হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ।
শফিক মাঝি বলেন,আমি রাতে রওনা দিয়ে ট্রলারা নিয়ে সাগরে যাই।কুয়াকাটা থেকে ৪০/৪৫ কি:মি: দক্ষিনে জাল ফেলি আবার সকালে ঘাটে ফিরে আসি প্রায় ৪০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে। আমরা আসা করি আল্লাহর রহমাতে এবছর ভাল মাছ পাবো।
বন্ধন ফিসের স্বত্বাধিকারী মোহাম্মদ আয়নাল বলেন, গতকাল রাতে অবরোধ শেষ হওয়ার পরপরই আমাদের ট্রলারগুলো মাছ ধরার জন্য গভীর সমুদ্র রওনা দিয়ে চলে গেছে। দু’ চার দিন পর এসব ট্রলারে মাছ নিয়ে ফিরবে। এখন যারা মাছ নিয়ে এসেছেন। তারা সাগরের কাছাকাছি মাছ ধরেছেন তাদের জালে কিছু মাছ ধরা পড়েছে। কিন্তু মাছের সরবরাহ কম থাকায় অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। ১ কেজি ইলিশ মাছের দাম সাড়ে ১২’শ টাকা, ৯’শ গ্রামের মাছের দাম ১১ হাজার টাকা, ৭শ গ্রামের মাছের দাম ৮’শত টাকা, ছোট ইলিশের দাম ৬’শত থেকে ৭’শত টাকা
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অপু সাহা বলেন,আমাদের অবরোধ শতভাগ সফল হওয়ায় জেলেরা আশানুরুপ মাছ নিয়ে কিনারে আসছে।আজকে যেসব জেলেরা ঘাটে আসছে তারা সমুদ্র কিনারায় জাল ফেলে ভাল মাছ নিয়ে আসছে। গভীর সমুদ্রে যাহারা গিয়েছে তারা প্রচুর ইলিশ নিয়ে আসবে বলে তিনি আসা করেন।