গাইবান্ধায় প্রচন্ড তাপদহে অতিষ্ঠ জনজীবন।

- আপডেট সময় : ০১:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ২১ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলার ৭টি উপজেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ৬ জুন থেকে বৃষ্টি কমার কারণে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। এই গরমে ভোগান্তিতে পড়ছে গাইবান্ধার মানুষ। সব চেয়ে ভোগান্তিতে পড়েছে বৃদ্ধসহ শিশুরা। একটু প্রশান্তির খোঁজে মানুষ ছুটছেন গাছের ছায়ায়, পুকুরপাড় সহ ফাঁকা জায়গায়।
সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়া আর প্রচন্ড রোদে ঘর থেকে বের হতে পারছেনা শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ। সামান্য স্বস্তি ও একটু শীতল পরশের জন্য সবাই ছুটছে গাছের ছায়াতলে। অতিরিক্ত গরমের কারনে প্রয়োজন ছাড়া দিনের বেলা অনেকেই বাইরে বের হচ্ছেন না। বাতাসে যেন আগুন উড়ছে, প্রচণ্ড গরম।
বিদ্যুৎ থাকলেও প্রশান্তি মিলছে না। এই গরমে বাইরে যেমন বের হওয়া যাচ্ছে না, তেমনই ঘরেও অস্বস্তিতে পড়তে হচ্ছে।
আজ সরেজমিনে গাইবান্ধার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকলকেই অস্থির মাঝে দিন কাটাচ্ছেন। জেলার সাত উপজেলায় শতাধিক ভাসমান শরবতের দোকান বসেছে।
গরমে কোথাও স্বস্তি মিলছে না। চিকিৎসকরা বলছেন, গরমে পানি স্বল্পতাসহ হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে। তাই তীব্র এই তাপদাহে খুব জরুরি কাজ ছাড়া বাহিরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।