কলাপাড়ায় চাচাতো ভাইয়ের অস্ত্রের আঘাতে এক যুবকের হাত বিচ্ছিন্ন

- আপডেট সময় : ০১:০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গরম লাগতেছে কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মিরান (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এতে তার বাম হাত আংশিক ওর ডান হাত দুই জায়গা থেকে পুরোটাই বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া বাজারে এই ঘটনা ঘটে। মিরান ছোট বালিয়াতলী গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল মিরান ও তার চাচাতো ভাই সোহেল খন্দকারের মধ্যে। ঘটনার দিন রাতে মধুপাড়া বাজারে মিরানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে সোহেল। এতে মিরানের একটি হাত আংশিক ও বা হাত পুরোটাই বিচ্ছিন হয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয় করা হয়।
কলাপাড়া থানায় এস আই মো: জহিরুল ইসলাম বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অপরাধী ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।