কলাপাড়া বাজার ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:১৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
মাদককে না বলি,খেলাধুলাকে হ্যা বলী” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া বাজারের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটায় উপজেলা প্রশাসন মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় যে দুটি দল অংশ করছেন তারা হলেন লালুয়া গাজী ফুটবল একাডেমী, নীলগঞ্জ ইউনিয়ন একাদশ।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
কলাপাড়া বাজার ফুটবল টুর্নামেন্টের আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত রিমন শিকদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক,সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন,কলাপাড়া বাজার ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব আরিফ সিকদার।
এই খেলার ধারাভাষ্যকার ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ বিল্লাল খান কাবুল ও শিক্ষক মোয়াজ্জেম হোসেন।
৯০ মিনিটের শ্বাসরুদ্ধর এ ফাইনাল খেলায় কোন দলই গোল করতে পারেনি। পরে ট্রাইব্রেকারে লালুয়া গাজী ফুটবল একাডেমি ৩-২ গোলে নীলগঞ্জ ইউনিয়ন একাদশকে হারিয়ে বিজয় লাভ করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।