কুয়াকাটায় এবার ইউএনও কে অবাঞ্ছিত ঘোষণা করেছে মসজিদের মুসুল্লিরা

- আপডেট সময় : ০৭:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটায় কলাপাড়া উপজেলা ইউএনও রবিউল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার আসর নামাজ বাদে দুই মসজিদের মুসুল্লীরা একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে গত বুধবার ও মঙ্গলবার কুয়াকাটা সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী এবং ফটোগ্রাফাররা ইউএনও’র অপসারণের দাবীতে জুতা, ঝাড়ু মিছিল করে।
মানববন্ধন শেষে এসময় বক্তব্য রাখেন কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কারী নজরুল ইসলাম, মাওলানা সাইফ উদ্দিন, মসজিদের মুসুল্লি মো: জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।
এসময় মসজিদের মুসুল্লীরা বলেন, কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের জমি দখল করে পাবলিক টয়লেট ও মার্কেট নির্মাণ করছে। এতে মসজিদের মুসুল্লিরা বাধা দিলে ইউএনও তা তোয়াক্কা করছেন না।
মসজিদের মুসুল্লিরা আরো জানান, মসজিদের জমিতে মসজিদ কমিটি নির্মিত স্থাপনা ভেঙে ফেলে। এরপর তিনি ব্যক্তি উদ্যোগে স্থাপনা নির্মাণ কাজ শুরু করে।
মুসুল্লিরা বলেন, ইউএনও রবিউল ইসলাম পতিত আওয়ামী সরকারের দোষর। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ করেন তারা।
এ সময় মুসুল্লিরা ইউএনও রবিউল ইসলাম কে অবাঞ্ছিত ঘোষণা করে।