কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

- আপডেট সময় : ০১:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। আজ বুধবার সকল ১০ টায় কুয়াকাটা পৌরসভা এবং বেসরকারী সংস্থা ব্র্যাকের যৌথ আয়োজনে একটি র্্যালী বের করা হয়। র্্যালীটি কুয়াকাটা মহসড়ক হয়ে সৈকতে গিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন কুয়াকাটা পৌরসভায় এসে শেষ হয়।
পরে কুয়াকাটা পৌরসভা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মোঃ ইয়াসীন সাদেক । কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও স্কুল শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান,সহকারী শিক্ষক মাঈনুল ইসলাম মান্নান,কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমিরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মীরা।