কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

- আপডেট সময় : ০৫:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় দিনভর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছেন নৌবাহিনী। মঙ্গলবার উপজেলার লালুয়া ইউনিয়নের উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা আয়োজিত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ প্রায় তিনশতাধিক মানুষ নানা ধরনের শারীরিক সমস্যার চিকিৎসা গ্রহণ করেন। নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (এনটিডিসি)-এর তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল এ সেবা প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা স্থানীয় রেজিনা বেগম, রেজাউল সহ অনেকে বলেন, আমরা সাধারণ মানুষ, টাকার অভাবে ডাক্তার দেখানো সম্ভব হয় না। নৌবাহিনীর এই উদ্যোগ খুবই ভালো। ঘরের কাছে ডাক্তার পেয়ে অনেক উপকার হয়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক জানান, এই মেডিকেল ক্যাম্প মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। নৌবাহিনীর এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই অন্তত তিনমাস পরপর এমন ক্যাম্পের আয়োজন করা হোক।’
বাংলাদেশ নৌবাহিনী জানায়, ক্যাম্পে আগতরা পেটের সমস্যা, চোখ ও ত্বকের রোগ, উচ্চ রক্তচাপ, বাতজ্বরসহ নানা স্বাস্থ্য জটিলতার চিকিৎসা সেবা গ্রহণ করেন। দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অসহায় ও দরিদ্র জনগণের জন্য তারা নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজন করে থাকেন। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশের সমুদ্রসীমা রক্ষাতেই নয়, বরং দেশের সাধারণ মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।