কলাপাডায় বন্ধ করে দেয়া হলো মহাসড়ক দখল করে বসানো অবৈধ পশুর হাট।

- আপডেট সময় : ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের পশুর হাটের বেচা কেনা বন্ধ করে দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতিত কলাপড়া-কুয়াকাটা মহাসড়ক দখল করে সপ্তাহের সোমবার এ হাটটি বসিয়ে আসছিলো প্রভাবশালীরা। হাটটি ইজারাভুক্ত না হওয়া এবং সরকার রাজস্ব না পাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান ইয়াসিন সাদীক। এছাড়া কোথাও প্রভাব খাটিয়ে অবৈধভাবে হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।
উমেতপুরের বাসিন্দা সোবহান বলেন, পাখি মারা বাজারে গরু বিক্রি করতে এসেছি কিছুক্ষণ আগে। ক্রেতারা দরদাম করছিল। হঠাৎ উপজেলা প্রশাসনের লোকজন এসে হাটটি বন্ধ করে দিয়েছে।
এখন আমাদের কষ্টের শেষ নেই। এজন্য গরু বাড়িতে নিয়ে যাচ্ছি।
হাজীপুর থেকে আসা আব্দুর রহিম বলেন, অনেক আশা ছিল গরুটি বিক্রি করে ঈদের বাজার সদাই করবো। এর মধ্যেই গুরুহাটটি বন্ধ করে দিয়েছে। সবকিছু এখন এলোমেলো হয়ে গেছে।
এ বিষয়ে পাখিমেরা বাজার কমিটির সভাপতি মোস্তফিজুর রহমান আইয়ুব, বলেন এই গরু হাটটি ইজারা পেতে আমরা উপজেলা প্রশাসনের কাছে দরখাস্ত করেছি। হাটটি পরিচালনার জন্য লিখিত কোন অভিযোগ না পেলেও মৌখিক অনুমতি নিয়েই গরুর হাটটি পরিচালনা করে আসছি। তবে হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় হাটটি বন্ধ করে দেওয়ায় স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা অপেক্ষায় আছি লিখিত ভাবে গরুর হাটটি পরিচালনা অনুমোদন পেলেই স্থান নির্ধারণ গরুর হাট বসাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কোরবানি উপলক্ষে গরুর হাটটি কোন অনুমতি দেওয়া হয়নি। এই হাট পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। এজন্য সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। যদি কেউ এভাবে অবৈধভাবে গরু হাট বসানোর চেষ্টা করে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।