গৌরবময় ২৭ বর্ষে পদার্পণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি

- আপডেট সময় : ০১:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি খেপুপাড়া শাখায় ব্যাংকটির ২৭ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন।
আজ সোমবার (২ জুন) মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর ২৭ বছরে পদার্পণ করায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকগন উপস্থিত থেকে কেক কেটে ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ জুন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র শুভ সূচনা হয়। উদ্বোধনী’র সূচনা লগ্ন হইতে ২৭ বছরে পদার্পণ করায় ব্যাংকটির খেপুপাড়া শাখায় কেক কেটে উদযাপন করা হয়। অত্র ব্যাংকটি দেশে ও দেশের বাইরে ব্যাপক সুনাম অর্জন করে। ব্যাংক কর্মকর্তাদের কর্মদক্ষতা, দ্রুত কার্যসমাধাণ ও আচার-ব্যবহারে ওই ব্যাংকের গ্রাহকগন খুব খুশিমনে ব্যাংকিং কার্যক্রম সারতে পারছে।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি খেপুপাড়া শাখা’র ব্যাবস্থাপক এ ভি পি মো. ফারুক সিকদার অত্র ব্যাংকটি ২৭ বছরে পদার্পণ করায় সম্মানিত গ্রাহক, উদ্যোক্তা, শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ী ও নিয়ন্ত্রক সংস্থা সহ সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সাফল্যের গৌরবগাথা সুদীর্ঘ পথ পরিক্রমায় গ্রাহকদের অবিচল আস্থাই আমাদের কাঙ্খিত লক্ষ্য পূরণে অন্তহীন অনুপ্রেরণা।” আমাদের সকল ধরনের সেবা অব্যাহত থাকবে।