কলাপাড়ায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন’র উদ্যোগে,রিমেলে ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিন বিতরণ

- আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন’র উদ্যোগে রিমেলে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ মে) বিকাল ৫ টায় কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ মিলনায়তনে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ২৪০ জন প্রত্যেককে দুই বান করে এ ঢেউটিন বিতরণ করা হয়।
এ সময় আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের প্রভাষক ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক এর পরিচালক ইঞ্জিনিয়ার মো.তৌহিদুর রহমান (সিআইপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেড জেনারেল আলামীন, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক, মশিউর রহমান চমক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা: তানজিবা রহমান, জুম ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রেনিং সেন্টার চেয়ারম্যান, মোহাম্মদ আহসানুল কবির ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক বদরুল আলম নাবিল, শাহজালাল ইসলামী ব্যাংকের এফ.এ.ভি.পি মোহাম্মদ তরিকুল ইসলাম হিরন প্রমুখ।
এ সময় উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান আকলিমা খাতুন মেডিকেল সেন্টার উদ্বোধন করেন।