পটুয়াখালিতে ভূমি অধিগ্রহণ শাখার চিহ্নিত দালাল সুবেদ আলী রাজা’র ৩ মাসের কারাদণ্ড

- আপডেট সময় : ১১:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে ভূমি অধিগ্রহণ ( এল এ শাখায়) চিহ্নিত দালাল মির্জা সুবেদ আলী রাজাকে আটক করেছে থানা পুলিশ।
এল এ শাখায় এমন দিন নেই যে চিহ্নিত ও অপরিচিত দালালদের আনা গোনা নেই। এ সকল দালাল উক্ত অফিসের কয়েক জনের আশ্রয়-প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। আর অন্যদিকে এ অফিসের অসাধু কিছু স্টাফ সহ কয়েক দালাল অর্থে-বিত্তে আঙুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন। এদের লাগাম টানার কেউ আছে বলে মনে করেন না অভিজ্ঞ মহলের অনেকেই।
তবুও সর্বশেষ গত বৃহস্পতিবার (২৯ মে) একজন চিহ্নিত দালালকে আটক করেছেন থানা পুলিশ এমনটিই জানা গেছে। আটক কৃত ব্যক্তি হলেন মির্জা সুবেদ আলী রাজা। বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ইসলামপুর গ্রামে। তাঁর পিতার নাম মৃত আব্দুল হক মাস্টার। তিনি ময়মনসিংহ নগরীর আর. কে মিশন রোড এলাকায় বসবাস করেন।
আরও জানা যায়, নিজের জন্মভূমি ত্যাগ করে বর্তমানে তিনি পটুয়াখালী এসে বিভিন্ন মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করে এ ধরনের দালালি করে থাকেন। তিনি এর আগেও ২০ এপ্রিল ময়মনসিংহে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার হন। চেক জালিয়াতির মামলায় ও জেল খেটেছেন বলে জানা যায়। তাকে এ সময় ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।