কলাপাড়ায় ঝড়োহাওয়া ও জলোচ্ছ্বাস, অর্ধলক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎবিহীন

- আপডেট সময় : ০৩:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় নিম্নচাপের প্রভাবে প্রবল ঝড়োহাওয়া ও জলোচ্ছ্বাস এর তান্ডবে উপজেলার প্রায় ৬০ হাজার বিদ্যুৎগ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছেন। বিদ্যুৎ লাইনের ওপর গাছের ডালপালা ভেঙে পড়ায় এখন পর্যন্ত এসব গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়নি। ফলে গ্রাহকরা ভোগান্তির মধ্যে রয়েছেন। উপজেলায় পল্লী বিদ্যুতের দুইটি জোনাল অফিস রয়েছে। যেখানে গ্রাহক সংখ্যা প্রায় এক লাখ ১০ হাজার। যার অর্ধেকের বেশি গ্রাহক গত ২৪ ঘন্টারও বেশি সময় বিদ্যুৎবিহীন রয়েছেন।
কলাপাড়া জোনাল অফিসসূত্রে জানা গেছে, তারা তাঁদের আওতাধীন প্রায় ৭০ হাজার গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের বিদ্যুৎ লাইন চালু করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পরে বিদ্যুৎ লাইন একদফা চালু করলেও রাতের ঝড়ে আবার গাছপালা ভেঙে লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুই একটা খুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কলাপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জানালেন। ৬টি লাইনের তিনটি কোনমতে সচল করেছেন। সকাল থেকে কর্মীরা মাঠ পর্যায়ে কাজে নেমেছেন।
মিঠাগঞ্জের আজিমদ্দিন গ্রামের বাসীন্দা আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, দুইদিন ধরে তাদের এলাকায় কারেন্ট নাই। ডালবুগঞ্জ ইউনিয়নের গ্রাহক আফসার উদ্দিন জানান, কারেন্ট না থাকায় তারা সমস্যায় পড়েছেন। মোবাইল পর্যন্ত চার্জ দিতে পারছেন না। যোগাযোগ বন্ধ হয়ে পড়েছেন।
কুয়াকাটা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোতাহার উদ্দিন জানান, তাদের একটিভ ২৮ হাজার গ্রাহক রয়েছে। রাতে লাইন চালু করেছিলেন। আবার চলে গেছে। রাতের ঝড়ে গাছপালা ভেঙে লাইনের ওপর পড়েছে। নবীনপুর এলাকায় এমন সমস্যা হয়েছে। আজ শুক্রবার সকালেও লাইন করলে ফল্টের কারণে মুহূর্তেই আবার চলে গেছে। তারা চেষ্টা করছেন বিদ্যুৎ লাইন সচল করার। তবে গ্রামের অর্ধেক গ্রাহক প্রায় দেড়-দুইদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।