কলাপাড়ায় বাউফলের ইউএনও আমিনুল ইসলামের অপসারণের দাবি

- আপডেট সময় : ০২:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার ইউএনওর ঔদ্ধত্যপূর্ণ আচরনের প্রতিবাদ ও তার অপসারনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) বেলা বারোটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, সাংবাদিক মেজবাহ মাননু, মহাসিন পারভেজ, নেছারউদ্দীন আহমেদ টিপু সহ উপজেলায় কর্মরত গনমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, গত ১৯ মে বাউফল গার্লস স্কুলে স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের অনুষ্ঠান চলাকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বসে আমন্ত্রন না জানানোর অভিযোগ তুলে বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক কালের কন্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে অসাদাচারন করেন ইউএনও আমিনুল ইসলাম। এঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ইউএনওর বিরেদ্ধে তীব্র সমালোচনা করেন নেটিজেনরা।