কলাপাড়ায় আদালতের রায়ে জমি বুঝে পেলেন কৃষক সরোয়ার

- আপডেট সময় : ০৭:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কৃষক সরোয়ার দীর্ঘ ১০ বছর পর আদালতের মাধ্যমে জমি বুঝে পেলেন।
ক্রয়কৃত জমির দখল পেতে ২০১৬ সালে আদালতে মামলা দায়ের করেন ভূক্তভোগী সরোয়ার। দীর্ঘ বছর বিচারিক কার্যক্রম শেষে কলাপাড়ার সিনিয়র সহকারী জজ আদালত কৃষক সরোয়ারের পক্ষে রায় দেন।
সোমবার (২৬ মে) সকাল থেকে আদালতের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাকে জমি বুঝিয়ে দেয়া হয়। নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।
ভূক্তভোগী গোলাম সরোয়ার জানান, নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আব্দুর রাজ্জাক সরদার গংদের সাথে সাড়ে ৫ শতাংশ জমি নিয়ে তার দীর্ঘ ১০ বছর ধরে মামলা ছিলো। বিবাদীরা ওই জমিতে অবৈধভাবে ঘর তুলে ভাড়া দিয়ে আসছিলো। অবশেষে আদালতের রায় পেয়ে ম্যাজিষ্ট্রেট, কমিশন ও প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযানের মাধ্যমে তিনি জমি বুঝে পেয়েছেন। দীর্ঘ বছর পর হলেও আদালতের সঠিক রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এ্যাড. কমিশনার মো. মনিরুজ্জামান জানান, আদালতের রায় অনুযায়ী ডিগ্রীধারীকে জমি বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়েছে। তাই ম্যাজিষ্ট্রেট ও প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শেষে তাকে জমি বুঝিয়ে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।