ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন সড়ক প্রকল্পের অনুমোদন

- আপডেট সময় : ১২:১৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় অগ্রাধিকার ভিত্তিতে ভাঙ্গা থেকে কুয়াকাটা সড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সোমবার (১৯ মে) বরিশাল সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত মহানগরের নাগরিক সুযোগ-সুবিধা সর্ম্পকে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত এবং গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে। বরিশাল একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। এ শহর শিল্পসমৃদ্ধ করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে ভাঙ্গা থেকে কুয়াকাটা সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এ সময় তিনি সামাজিক নিরাপত্তার স্বার্থে দারিদ্র্যবিমোচন প্রকল্পগুলো চলমান থাকবে বলে উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা যত শক্তিশালী হবে সাধারণ মানুষ তত উপকৃত হবে। স্থানীয় সরকারের সব সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভালো, যোগ্য ও সৎ জনপ্রতিনিধির বিকল্প নাই। আগামী নির্বাচনে জনবান্ধব একটি দল সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।