সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে ভারতের নতুন প্রকল্প

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
প্রতিবেদন মতে, নতুন পরিকল্পনায় মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত নতুন মহাসড়ক নির্মাণ করা হবে। এই মহাসড়ককে মিয়ানমারের মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হবে। এরপর কলকাতা বন্দরকে সমুদ্রপথে মিয়ানমারের সিত্তে বন্দরের যুক্ত করা হবে।
এর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য (সেভেন সিস্টার্স নামে পরিচিত) ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে একটি বিকল্প সংযোগ তৈরি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার গত মাসে উত্তর-পূর্বাঞ্চলের প্রথম হাই-স্পিড হাইওয়ে প্রকল্পটি অনুমোদন করেছে। এ প্রকল্পের আওতায় শিলংয়ের কাছে মাওলিংখুং থেকে জাতীয় সড়ক-৬ বরাবর শিলচরের কাছে পাঁচগ্রাম পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।