ভোগ দখলীয় জমিতে রাস্তা নির্মানের চেষ্টা, বাঁধা দেয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম।

- আপডেট সময় : ০৯:৩৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ ভোগ দখলীয় জমিতে রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ায় হারুন মৃধা (৬০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা৷ শুক্রবার বেলা এগারোটায় চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক গুরুতর আহত ওই ব্যক্তিকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় হারুন নিজে বাদী হয়ে ৬ জনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আহত হারুন গোলবুনিয়া গ্রামের মৃত আ: রাজ্জাকের ছেলে।
আহত হারুন জানায়, তিনি পেশায় একজন মুদিমনোহরী ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে একই এলাকার জলিল হাওলাদার, মিরাজ, শিমুল হাওলাদার, ইমন হাওলাদার, রবিউল ও কামাল হাওলাদার তার নিজ ভোগ দখলীয় জমি দখল করে রাস্তা নির্মান করার পায়তারা চালায়। সকালে অভিযুক্তরা তার জমিতে রাস্তা নির্মানের লক্ষে মাটি কাটার কাজ শুরু করে। পরে তিনি মাটি কাটার কাজে বাঁধা প্রদান করেন। বেলা এগারোটায় হারুন কোরবানীর গরু কেনার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বাধাই হাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন। এসময় সে ওই গ্রামের খালেক শিকদার বাড়ির দক্ষিন পাশের কাঁচা রাস্তার উপর পৌছলে আগে থেকে ওৎ পেতে থাকা অভিযুক্তরা পথ রোধ করে গালিগালাজ শুরু করে। পরে সে প্রতিবাদ করলে অভিযুক্তরা দেশীয় লাঠি-সোঠা ও লোহার রড দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম হয়। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। মারধরে সময় অভিযুক্তরা তার সঙ্গে ছোট ব্যাগের মধ্যে থাকা দুই লাখ পাঁচ হাজার টাকা নিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।