কলাপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে, অগ্নিসংযোগের ঘটনায় মামলা।

- আপডেট সময় : ১০:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক সরবরাহ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । সোমবার (১৪মে) কলাপাড়া থানায় আমিনুল ইসলাম মহসিনকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বেসরকারী বিদ্যুৎ কেন্দ্র আরপিসি এল-নরিনকো ইন্টার ন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড নামের নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক সরবারহসহ বিভিন্ন মালামাল সরবারহকরে আসছিলেন শাহিন মৃধা। পরে ওই বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক সরবারহের জন্য সম্প্রতি সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম মহসিন ওই বিদ্যুৎকেন্দ্রে মালামাল সরবারহের কাজ পেয়েছেন।এতে শাহিন মৃধাও আমিনুল ইসলাম মহসিন এর মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এঘটনাকে কেন্দ্র করে, ১৩মে মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় আমিনুল ইসলাম মহসিন তার দলবলসহ শাহিন মৃধার ব্যবসাপ্রতিষ্ঠানে দেশী অস্রষস্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এক পর্যায়ে শাহিন মৃধাকে ব্যবসা প্রতিষ্ঠানে আটকিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে শাহিন মৃধার মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।এসময় স্হানীয় বাসিন্দা দোলন মৃধা(৩৫)মিরাজ হোসেন(৩৭) ও তার গাড়ি চালকরানা)(৩২) আহত হয়েছে।
অভিযোগকারী শাহিন মৃধা বাদী হয়ে বুধবার আমিনুল ইসলাম মহসিনকে প্রধান আসামী করে ৬০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারনি পুলিশ।
এব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, জুয়েল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানায় মামলা রুজু করা হয়েছে, পুলিশ অপরাধীদেরকে গ্রেফতার করতে তৎপর রয়েছে।