জবির লংমার্চে পুলিশের টিয়ারগ্যাস-লাঠিচার্জ

- আপডেট সময় : ০৩:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জবি শিক্ষক ও শিক্ষার্থীদের লংমার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ের সামনে বসে পড়েন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড় আসলেই এই হামলার ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ হাজারের বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওয়ানা হন। পদযাত্রা প্রথমে গুলিস্তান মাজার গেইট বাধার সম্মুখীন হয়। পল্টন মোড়ে আবারও বাধার সম্মুখীন হয়। পরে মৎস ভবনে ফের পুলিশের বাধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন জবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে আসতেই অতর্কিত টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ ৫০ জনের অধিক আহত হন।