এজলাসে হাস্যরসে হাসলেন বিষণ্ণ মমতাজ

- আপডেট সময় : ০৬:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের রিমান্ড শুনানি ঘিরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার এ সঙ্গীতশিল্পীকে আদালতে হাজির করা হলে আইনজীবীদের হট্টগোল এবং যুক্তিতর্কের মধ্যে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তার বক্তব্যে মমতাজের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিতর্কিত মন্তব্যগুলো তুলে ধরেন, যা এজলাসে হাসির রোল তোলে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীকে খুঁজতে বেগ পাওয়া এবং পরবর্তী সময়ে রিমান্ডের মেয়াদ নিয়ে আইনজীবীদের অসন্তোষ আদালত প্রাঙ্গণকে আরও উত্তপ্ত করে তোলে।
মঙ্গলবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়ার আদালতে এমন দৃশ্য দেখা যায়
এদিন দুপুর ২টা ১৭ মিনিটে মমতাজকে ঢাকার আদালতে আনা হয়। পরে আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। শুনানিকালে বিকেল ৩টা ৩ মিনিটে তাকে এজলাসে তোলা হয়। এজলাসে অনেক আইনজীবী উপস্থিত হলে আদালতে হট্টগোল তৈরি হয়। এ সময় আদালতের অনুমতি নিয়ে উপস্থিত আইনজীবীদের শান্ত থাকার অনুরোধ করেন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।