পতিতদের পুনর্বাসন চায় না জনগণ : তারেক রহমান

- আপডেট সময় : ১০:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে বিগত দেড় দশক যে দলটি দেশে ফ্যাসিবাদী শাসন-শোষণ চালিয়েছিল বাংলাদেশের জনগণ তাদের অপশক্তি হিসেবে চিহ্নিত করেছে। দেশের জনগণ দুটি বিষয়ে সম্পূর্ণ একমত– এক, বাংলাদেশকে ভবিষ্যতে আর কেউ যেন তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে। দুই, গণতন্ত্রবিরোধী পলাতক শক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
শনিবার (১০ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। তারেক রহমান বলেন, এই দুই বিষয়ে জনগণ আর কোনো আপস মানতে রাজি নয়। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটি উপলব্ধি করি। বিএনপিসহ দেশের প্রতিটি রাজনৈতিক দল জনগণের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত।
